গাজীপুর শ্রীপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস এম জহিরুল ইসলাম এস এম জহিরুল ইসলাম

গাজীপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮ | আপডেট: ৬:৪১:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮

দীর্ঘদিন ধরে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে গাঁজা সেবন ও বিক্রি করে আসছিল ময়মনসিংহ জেলার পাগলা থানার জয়দরখালি গ্রামের শৈলাল মল্লিকের ছেলে অরুণ মল্লিক (৩০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের গুণী ফকিরের ছেলে মানিক মিয়া(৩৫)।

২৯ আগস্ট বিকাল ৪টার দিকে মাদক ব্যবসায়ী মানিকের বাড়ী থেকে ওই দুই ব্যবসায়ীকে ১কেজি গাঁজাসহ আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

শ্রীপুর থানার পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় ।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হবে।

Print Friendly, PDF & Email