
ঝালকাঠিতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ এবং মাদক, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সাকাল ১১ টার দিকে সদর উপজেলার ইছানীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।
জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলামের সভাপতিতে সমাবেশে জেলা প্রশাসক মো. হামিদুল হক প্রধান অতিথি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী বিশেষ অতিথি ছিলেন। সমাবেশে পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুসরাত জাহান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরি সভাপতি শেখ আব্দুস সালাম ও প্রধান শিক্ষক মনিবান নাহারসহ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।
সমাবেশে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া সমাবেশে সরকারের উন্নয়ন কর্মকান্ড সক্রান্ত প্রমাণ্য চলচিত্র প্রদর্শন করা হয়।