পুলিশ সুপার না মাঠকর্মী হয়ে কাজ করতে চাই : শামসুন্নাহার

এস এম জহিরুল ইসলাম এস এম জহিরুল ইসলাম

গাজীপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮ | আপডেট: ৪:৫৬:অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮

গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার শামসুন্নাহার’র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত । এ সময় গাজীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক ও পুলিশ একসাথে হয়ে গাজীপুরকে একটি আধুনিক গাজীপুর উপহার দেয়ার অঙ্গীকার নিয়ে ২৮ আগষ্ট সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ও মুক্ত আলোচনা করা হয় সাংবাদিক এবং পুলিশ সুপার এর মধ্যে ।কি করে একটি রুল মডেল করা যায় গাজীপুর জেলা কে সেসব বিষয়ে সকল গণমাধ্যমকর্মী মুক্ত আলোচনা করেন।
এছাড়া সকল সংবাদকর্মী মুক্ত আলোচনায় বলেন, পুলিশের গ্রেফতার বাণিজ্য বন্ধ করতে হবে মাদক ব্যবসায়ীদের কে পুলিশের আওতায় আনতে হবে।মহাসড়কে চাঁদাবাজি, আঞ্চলিক সড়কগুলোতে চাঁদাবাজি, ফিটনেসবিহীন গাড়ি,আবাসিক হোটেলগুলো দ্রুত বন্ধ করাসহ এসব বিষয়ে নজরদারি দেওয়া হোক। তাহলে গাজীপুরকে একটি আধুনিক করা সম্ভব এবং সকল বিষয় সহজে যেন এসপি মহোদয়ের কাছে সমস্যা সমাধান করার জন্য সাধারণ মানুষ আসতে পারে সে রকম সুযোগ তৈরি করার জন্য।
পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম) বলেন, আপনাদের বক্তব্য যে সকল সমস্যা গুলো বলেছেন খাতায় লিপিবদ্ধ করেছি। একদিনে সম্ভব নয় তবে আমি কথা দিচ্ছি অতি দ্রুত এগুলো সমাধান করার চেষ্টা করব। প্রত্যেকটি ঘটনাতে আমি নিজে উপস্থিত হওয়ার চেষ্টা করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ।মাদক ব্যবসা ও নারী নির্যাতন বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন,এখন যদি কোন অভিযোগ পাই কোন ঘুষ লেনদেন নেওয়া দেওয়া তাহলে সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাকে সব রকম তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং সাথে সাথে সেগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপার নয় মাঠকর্মী হয়ে মাঠে কাজ করতে ভালবাসি আমি একজন মাঠকর্মী।

Print Friendly, PDF & Email