বেনাপোল সীমান্তে শিশু ধর্ষণের অভিযোগ
মোঃ আয়ুব হোসেন (পক্ষী) মোঃ আয়ুব হোসেন (পক্ষী)
বেনাপোল প্রতিনিধি
বিভিন্ন সুত্র থেকে জানা যায় রোববার (২৬আগস্ট) সকালে বেনাপোল সীমান্তের পুটখালী শিবনাথপুর বারোপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণকারী ইব্রাহিম বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের প্রতিবেশি আব্দুল হান্নানের ছেলে।
পুটখালী ইউনিয়নের ইউপি সদস্য মমিন বলেন,, মেয়েটি তার বাড়ির পাশে খেলা করার সময় তাকে চকলেট দেওয়ার নাম করে প্রতিবেশি ইব্রাহিম তার বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটির মুখ চেপে ধর্ষণ করে রক্তাত্ব করে। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে শিশুটিকে ফেলে সে কৌশলে পালিয়ে যায়। পরে শিশুর স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসা করায়। শিশুটির শারিরীক অবস্থা খুব একটা ভাল নয়। বিষয়টি স্থানীয় প্রভাবশালীদের হুমকির মুখে শিশুটির পরিবার সমঝোতা করতে বাধ্য হচ্ছে বলেও স্থানীয় জনগন আমাদের প্রতিনিধিকে জানান।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, এ সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা গ্রহন করবে বলেও তিনি জানান।