বরিশালের এমপি শেখ টিপু সুলতানের ঝাড়ুপেটার হুমকি !

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮ | আপডেট: ৮:১৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮

অনলাইন ডেস্ক : অতিরিক্ত সময় ফেরি অপেক্ষা না করায় ইজারাদারদের ঝাড়ুপেটার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বরিশাল ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাংসদ শেখ টিপু সুলতানের বিরুদ্ধে।

রোববার রাতে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ইজারাদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বরিশাল ৩ আসনের সংসদ সদস্য টিপু সুলতান মীরগঞ্জ ফেরিঘাটের মুলাদীপাড়ে ফেরির জন্য অপেক্ষা করেন। কিন্তু তিনি অপেক্ষা করার ২০ মিনিট আগেই ফেরিটি বাবুগঞ্জের দিকে ছেড়ে আসে।

পরে বাবুগঞ্জে পরিবহন নামিয়ে মুলাদীর উদ্দেশে ফেরিটি ফিরে যায় এমপি টিপু সুলতানের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি পারাপারের জন্য। কিন্তু টিপু সুলতানের জন্য ফেরিটি অতিরিক্ত সময় অপেক্ষা না করায় তিনি ইজারাদার ও ফেরিচালকের ওপর ক্ষিপ্ত হয় তাদের ঝাড়ুপেটাসহ পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দেন।

ফেরিচালক সিকান্দার হোসেন জানান, ফেরিতে যাত্রীবোঝাই লোকাল বাস ও পণ্যবাহী পরিবহন থাকায় ফেরি নিয়ে রওনা হই বাবুগঞ্জের দিকে। এ কারণে এমপি সাহেব আমাদের ঝাড়ুপেটা করার কথা বলেছেন।

এ বিষয়ে বরিশাল ৩ আসনের সংসদ সদস্য শেখ টিপু সুলতান জানান, ফেরিতে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও প্রফেসররাও ছিল। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটলে তারা তো জানত। বিষয়টি পুরোপুরি মিথ্যা।

Print Friendly, PDF & Email