ভান্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতে ২ মাদক ব্যবসায়ী ৬মাসের কারাদন্ড

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ | আপডেট: ৩:৪২:অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮

পিরোজপুর অফিসঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় গোপন সংসাবেদর ভিত্তিতে থানা পুলিশ পৌর শহরের ভা-ারিয়া সরকারি কলেজ মোর এলাকা থেকে মৃত হাহের আলী জোমাদ্দের ছেলে কিসলু জোমাদ্দার(৪২) ও বাসস্ট্যান্ড সংলগ্ন সরদার এলাকার জলিল সরদারের ছেলে দেলোয়ার হোসেন (২৫) নামের দুই মাদক ব্যবষায়ী কে মাদক সেবনরত অবস্থায় আটক করে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে নিয়ে আসলে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার সুমী ভ্রাম্যমান আদালত বসিয়ে উভয়কে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিলে থানা পুলিশ তাদের গতকাল সোমবার পিরোজপুর জেল হাজতে প্রেরণ করে।

Print Friendly, PDF & Email