বরিশালে শ্রমিক নেতা আব্দুস সবুর খান সবুজকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

এ আল মামুন এ আল মামুন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ | আপডেট: ৭:৪০:পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮

বরিশালে শ্রমিক নেতা আব্দুস সবুর খান সবুজকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

শ্রমিক নেতা আব্দুস সবুর খান সবুজকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রমিক সংগঠনগুলো।
রোববার সকাল ১০টায় রুপাতলীতে প্রতিবাদ মানববনন্ধন কর্মসূচি পালন করেন রুপাতলী বাস-মিনিবাস মালিক সমিতি, ২৪ ও ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে আব্দুস সবুর খান সবুজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে পুরো দক্ষিণাঞ্চলে বাস ধর্মঘটের ডাক দেওয়া হবে জানিয়েছেন বরিশাল জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জানান, রাজনৈতিকভাবে শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সবুর খান সবুজকে হেয় ও হয়রানি করার জন্য তাকে আসামী করে দ্রুত গ্রেফতার করে নিয়ে গেছে নলছিটি থানা পুলিশ।
মূলত তিনি এই ঘটনাটির একটি সুষ্ঠ সমাধান করতে চেয়েছিলেন। তার এই উদ্যোগকে কাজে খাটিয়ে নলছিটি থানায় ডেকে নিয়ে গ্রেফতার করা হয়েছে।

Print Friendly, PDF & Email