বির্তকিত কমিটিতে নিজ এলাকায় সমর্থন হারাচ্ছে ছাত্রদল সভাপতি রাজীব !
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের বির্তকিত কমিটি দিয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে সমর্থন হারাচ্ছেন কেন্দ্রিয় ছাত্রদল সভাপতি রাজীব আহসান।
আগামী সংসদ নির্বাচনে নিজ সংসদীয় এলাকা হিজলা-মেহেন্দিগঞ্জে (বরিশাল-৪) নির্বাচন করার জন্য নিজের পছন্দের লোক নিয়ে পকেট কমিটি করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেলেও রাজীবের বিরুদ্ধে এবার তাঁর নিজ এলাকায়ই বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। দলের দু:সময়ে ত্যাগী ও পরীক্ষিত ছাত্র নেতাদের নতুন কমিটি থেকে বঞ্চিত করলেও এ বিষয়ে কিছুই জেলা নেতৃবৃন্দের জানা নেই।
জেলা বিএনপির শীর্ষ নেতা এবায়দুল হক চাঁন এবং সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ এমনটাই জানিয়েছেন।
যদিও রাজীব বরাবরই বলে আসছে স্থানীয় বিএনপি নেতাদের সুপারিশে এ কমিটি দেয়া হয়েছে।
গত ১৯ আগস্ট রাতে ঘোষিত ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত একাধিক ছাত্রদল নেতা সদ্যঘোষিত কমিটিকে অবৈধ আখ্যায়িত করে তা বাতিল এবং নতুন করে রাজপথে থাকা ত্যাগী ছাত্রনেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করার দাবিতে আন্দোলন করছেন।
ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন রাজনৈতিক মামলা ও কারাবরণের ভুক্তভোগী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন, ছাত্রনেতা সোহেল রাঢ়ী, আরিফুর রহমান মুন্নার নেতৃত্বে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।
তারা বলছেন, ঘোষিত কমিটিতে রাজনৈতিক হামলা, মামলা, পুলিশি হয়রানি ও নির্যাতনের শিকার ত্যাগী কর্মীদের উপেক্ষা ও অবমূল্যায়ন করা হয়েছে। সংগঠনের জন্য ত্যাগ তিতিক্ষার বদলে ব্যক্তি সেবা প্রদান এবং তোষামোদকারীদের নিয়ে কমিটি করা হয়েছে। তাই সদ্য ঘোষিত পকেট কমিটি বাতিল করে ১/১১ এবং পরবর্তী সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামে রাজপথে অগ্রভাগে থাকা পুলিশি নির্যাতন হামলা-মামলার শিকার হওয়া ছাত্রনেতাদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটির দাবি জানিয়েছেন ছাত্রনেতা সোহেল রাঢ়ী ।
অন্যদিকে পদপ্রাপ্ত নেতারা বলছেন, কেন্দ্র ঘোষিত কমিটি বাতিলের ক্ষমতা কেন্দ্রেরই এবং তাদের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রকাশ্যে এভাবে আন্দোলন করা সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী। সদ্য ঘোষিত নতুন কমিটির জেলা সভাপতি মাহফুজুর রহমান মিঠু বলেছেন, সাংগঠনিক বিষয়ে মতভেদ ধাকলে তা সাংগঠনিক ফোরামেই উপস্থাপন করতে হয়। এভাবে প্রকাশ্যে অভ্যন্তরীণ মতভেদ তুলে ধরা হলে তাতে দলের বিরোধী রাজনৈতিক গোষ্ঠীই লাভবান হবে এবং প্ররোচিত করবে।
২০০০ সালের পর ২০১৮-এর ১৯ই আগস্ট কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সম্পাদকের যৌথ স্বাক্ষরে বরিশাল জেলা ও মহানগরের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে সেই কমিটিতে পদবঞ্চিতরা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারের বাসভবন এবং দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ, দলীয় কার্যালয়ে তালা, ঝাড়ু মিছিল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কুশপুত্তলিকা ও ছবিতে অগ্নিসংযোগ, বরিশালে অবাঞ্চিত ঘোষণা করাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। অন্যদিকে পদপ্রাপ্তরা তাদের সমর্থকদের নিয়ে নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ করেছে।