
সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১৭ আগষ্ট ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এক মহিলা মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।
১৮ আগস্ট শনিবার সাংবাদিকদের জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে শুক্রবার সন্ধায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মধ্যপাড়া হাসামদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০১ পিছ ইয়াবাসহ একজন মহিলাকে আটক করে।
আটককৃত মহিলার নাম সোনিয়া আক্তার(২২), স্বামীঃ পলাশ বেপারী,গ্রাম-চরপ্রসন্নদী, থানাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ বলে জানায়।
এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।