নারায়ণগঞ্জ বন্দরে ১০০পিছ ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী সুফি গ্রেফতার
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ মাদক সম্রজ্ঞী সুফিয়া ওরফে সুফি(৪৫)কেগ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে তার শ^শুরালয়ের সামনে থেকে থানারচৌকশ সাব-ইন্সপেক্টর আনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতারেসক্ষম হন। এ সময় পুলিশ তার হেফাজতে থাকাবস্থায় ১০০পিছ ইয়াবা ট্যাবলেটউদ্ধার করে।
এ ব্যাপারে বুধবার বিকেলে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলারুজু হয়েছে। ধৃত সুফিয়া ওরফে সুফি মাহমুদনগর এলাকার কুখ্যাত মাদকব্যবসায়ী নাছির ওরফে কলকি নাছিরের স্ত্রী। সুফি ও নাছির দম্পত্তি ছাড়াওতার ৩মেয়ে ও মেয়ের জামাতা এরা সকলেই চিহ্নিত মাদকক ব্যবসায়ী। মাদক বিরোধীকমিটির চাপে এলাকায় বিক্রি করতে না পারলেও এরা দীর্ঘ দিন ধরে বিভিন্নএলাকায় গিয়ে ফেরি করে মাদক সাপ্লাই দিয়ে আসছে। এদিকে সুফিকে গ্রেফতারকরায় এলাকাবাসী বন্দর থানার অফিসার ইনচার্জ একেএম শাহিন মন্ডল ও অভিযানপরিচালনকারী অফিসার আনোয়ার হুসাইনে অভিনন্দন জানিয়েছে। তারা চৌকশ পুলিশকর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।।