
সাতক্ষীরায় এক প্রেমিক যুগল গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে সদর উপজেলার মহাদেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মহাদেবনগর গ্রামের গনেশ সরকারের ছেলে সুজয় সরকার (১৮) ও বিষ্ণুপদ সরকারের মেয়ে শিল্পী মন্ডল (১২)।
নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, সুজয় ও শিল্পীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এটি জানাজানি হলে শুক্রবার রাত আটটার দিকে শিল্পীকে তার পরিবারের সদস্যরা বকাবকি করে এবং অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক করা হচ্ছে জানিয়ে দেয়।
এতে অভিমান করে রাত পৌনে নয়টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন শিল্পী।
এদিকে, শিল্পীর মৃত্যুর খবর শুনে রাতেই নিজ বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুজয় সরকার।
সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রাতেই লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।