মহিপুরে ৪৪৫ পিস ইয়াবাসহপাচারকারী গ্রেফতার

মনিরুল ইসলাম মনিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৮ | আপডেট: ৮:৩২:অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৮

মহিপুরের খাজুরা গ্রাম থেকে শাকিল (২২) নামের এক ইয়াবা পাচারকারীকে ৪৪৫পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে বাড়ির সামনে রাস্তাথেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার অভিযানের নেতৃত্বে থাকা মহিপুর থানার এসআই হাফিজ বলেন,‘শাকিল মৎস্য বন্দর আলীপুর এলাকার কথিত ছাত্রলীগ নেতা ইয়াবা ব্যবসায়ী সোহেলখা’র ইয়াবার চালান আনা নেওয়ার কাজে দীর্ঘদিন ধরে জড়িত ছিল।

 

গোপনসংবাদের ভিত্তিতে শাকিলকে গ্রেফতার করা হয়। শাকিলকে গ্রেফতারের মধ্য দিয়েঅন্যান্য গডফাদারদের নামও বেরিয়ে এসেছে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন,গ্রেফতারকৃত শাকিল এবং এর সাথে জড়িত সোহেল খা’সহ অন্যান্য জড়িতদেরনামে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। বৃহস্পতিবার সকালেআদালতে পাঠানো হয়েছে। # # #

Print Friendly, PDF & Email