মাদারীপুরে র‌্যাবের অভিযানে ৩ গাঁজা ব্যবসায়ী আটক

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৮ | আপডেট: ১২:৫০:পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৮
​র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ০৫ আগষ্ট ২০১৮ তারিখ মাদারীপুর জেলার কালকিনি থানাধীন কালকিনি বাসষ্ট্যান্ড এলাকায় টহল ডিউটি করা কালে আনুমানিক রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,  কালকিনি থানাধীন কয়ারিয়া  ময়দান বাজারের দক্ষিনে রফিক টেইলার্স এর পিছনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি গাঁজা বেচা কেনা করছে । প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে মাদক ব্যবসায় সক্রিয় ০৩ জন সদস্যকে গাঁজা সহ আটক করে।
 আটককৃতরা ১। মোঃ নাজমুন আহসান(সাব্বির)(২৭) পিতাঃ মোঃ আবু সালেক, সাং-কয়ারিয়া টুকরাকান্দি, ২। মোঃ সিহান(২৬), পিতাঃ মোঃ আব্দুল আলী হাওলাদার, সাং-দক্ষিন রমজানপুর, ৩। মোঃ হাসনাত তালুকদার(২৫), পিতাঃ সোহরাব হোসেন তালুকদার, সাং-দক্ষিন রমজানপুর, সর্ব থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুর বলে জানায়।
 জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে গাঁজা ক্রয় করে মাদারীপুর জেলার কালকিনি থানাসহ আশেপাশের এলাকায় মাদক বিক্রয় করে আসছে। এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে মাদারীপুর জেলার কালকিনি থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।

Print Friendly, PDF & Email