কুয়াকাটার আবাসিক হোটেল থেকে স্কুল ছাত্রী উদ্ধার

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৮ | আপডেট: ৬:২৫:অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৮

কুয়াকাটার আবাসিক হোটেল থেকে ঈশিকা সরকার নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পটুয়াখালী গোয়েন্দা পুলিশ। গত সোমবার সকালে আবাসিক হোটেল সী স্টার থেকে ঈশিকাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী ইয়াসির আরাফাত কানন (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে

পুলিশ সূত্রে জানাগেছে, নেত্রকোনা থেকে ৬ দিনপর পূর্বে ঈশিকা নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী একই এলাকার প্রেমিক ইয়াসির আরাফাতের হাত ধরে কুয়াকাটায় আসেন।

এ ঘটনায় ঈশিকা সরকারের বাবা নেত্রকোনা থানায় অপহরণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ০৮/২০১৮।
আবাসিক হোটেল সূত্রে জানাযায়, গত ৩০ জুলাই সকাল ৭টায় স্বামী-স্ত্রী পরিচয়ে সী স্টার আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠেন তারা। হোটেলের রেজিষ্টারে ইয়াছিন আরাফাত (২৩) পিতা-মোঃ হোসেন এবং ফাতেমা আকতার (২০) স্বামী-ইয়াছিন আরাফাত, স্থায়ী ঠিকানা ময়মনসিংহ লেখা রয়েছে।

আবাসিক হোটেল সী স্টার ম্যানেজার মাসুম বিল্লাহ বলেন, এরা দু’জন হোটেলে ওঠার পর থেকে স্বামী স্ত্রীর মতই চলাফেরা করছেন এবং হোটেল স্টাফদের সাথে খোলামেলা কথা বলেছেন।

পটুয়াখালী ডিবি পুলিশের ওসি খন্দকার জাকির হোসেন জানান, নেত্রকোনা থানার অপহরণ মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ঈশিকা সরকারকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী ইয়াসির আরাফাতকেও আটক করা হয়।

Print Friendly, PDF & Email