কুলিয়ারচরে ৪ হাজার ৫শ’ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৮ | আপডেট: ৯:০২:পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৮

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করে ৪ হাজার ৫শ’ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও ১৫ লিটার ডিনেচার্জ স্পিরিট জব্দ করে ৪ দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে। জানা যায়, গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জ্যোতিশ্বর পাল এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের উপপরিদর্শক সেন্টু রঞ্জন নাথ কুলিয়ারচর থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার কুলিয়ারচর বাজারের উত্তম হার্ডওয়ার, জনতা স্টোর, লিংকন স্টোর ও নুর ডিপার্টমেন্টাল স্টোর এবং দাড়িয়াকান্দি বাস স্ট্যান্ডের মো. সাইফুল ইসলামের কনফেকশনারী দোকান থেকে নিষিদ্ধ যৌন উত্তেজক ওয়ান, জিনজেন, জিনসিন-জিপি, পি-জিনাসিন গোল্ড, সিনজেন টেস্টি, চার্জ ফ্রুট ও ইনজয় ফ্রুটস সহ বিভিন্ন ব্রান্ডের ৪ হাজার ৫০০ বোতল সিরাপ ও ১৫ লিটার ডিনেচার্জ স্পিরিট জব্দ করে। এ সময় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রি করার অভিযোগে ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে দোকানে না পেয়ে তার দোকান তালাবদ্ধ করে দেন। বাকি ৪ দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেন।

পরে উদ্ধারকৃত সিরাপের বোতল ও ডিনেচার্জ স্পিরিট উপজেলায় এনে জনতার উপস্থিতিতে ধ্বংস করে দেয়া হয়।

Print Friendly, PDF & Email