পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বের উন্নত ২০টি রাষ্ট্রের তালিকায় উঠে আসবে। ১০ বছর পূর্বে আমাদের মাথাপিছু গড় আয় ছিল ৫৮৩ মার্কিন ডলার। বর্তমানে মাথাপিছু গড় আয় ১৭৫২ মার্কিন ডলার। দেশ যখন স্বাধীন হয় শতকরা ৭০ ভাগ মানুষ হত-দরিদ্র ছিল। ২০০৫ সালেও ৪০ ভাগ মানুষ হত দরিদ্র ছিল। গত ১০ বছরে আমরা শতকরা ২২ ভাগে নামিয়ে এনেছি।
২০১০ সালে অর্থনীতিতে বাংলাদেশ বিশ্বের ৫৮ নম্বরে ছিল। ২০১০ সাল থেকে ২০১৮ সালে ৪২নম্বরে নিয়ে আসতে সক্ষম হয়েছি। ১০ বছর পূর্বে আমরা হতদরিদ্র ছিলাম। পরে স্বল্প আয়ের দেশ থেকে এখন আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছি। পরিকল্পনামন্ত্রী গতকাল সোমবার নাঙ্গলকোট হেলিপ্যাড মাঠে উপজেলার সর্বস্তরের শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি যুব সামজকে উদ্দেশ্য করে বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সেগুলো তোমাদেরকে মোকাবেলা করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ড. এমরান কবির চৌধুরী, কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমিন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগ আহবায়ক রফিকুল হোসেন, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগ সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুফ, অধ্যক্ষ ছাদেক হোসেন ভুঁইয়া, উপাধ্যক্ষ নুরুল্লা মজুমদার প্রমুখ।