বরিশালে আন্দোলনের ছবি ফেসবুকে দেয়ায় পুলিশে দিলো যুবলীগ

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৮ | আপডেট: ৮:৫০:পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৮

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ছাত্র আন্দোলনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে দৈনিক বিপ্লবী বাংলাদেশের গৌরনদী প্রতিনিধি রাজিব হাসান খানকে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে যুবলীগ। পরে তাকে গৌরনদী থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সাংবাদিক রাজীব অভিযোগ করেন, নিরাপদ সড়ক চাই দাবিতে গত শনিবার বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী কলেজের সামনে সড়ক অবরোধ করে লাইসেন্স ও কাগজপত্র পরীক্ষা করে বার্থী কলেজ ও বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই ঘটনার ছবি ও ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন। তিনি বলেন, শ

 

নিবার রাত ৯টার দিকে আমি টরকী বন্দরের বাগদাদ হোটেলে নাস্তা খেতে গেলে আবদুর রহিম (৩৩) নামের এক যুবলীগ কর্মীকে দিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচ এম জয়নাল আবেদীন তাকে পার্টি অফিসে ডেকে পাঠান। রাজিব পার্টি অফিসে গেলে সভাপতি তাকে গালাগাল দিয়ে চড়থাপ্পড় মারে।

 

একপর্যায়ে কার্যালয়ে উপস্থিত যুবলীগ ছাত্রলীগ কর্মীরাও তাকে মারধর করে রাত সাড়ে ৯টার দিকে পুলিশে সোপর্দ করে। রাজিব জানান, সে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনাস্থলে ছিল না। কাউকে উস্কানি দেয়নি। তাকে হয়রানি করতে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, রাজীব গৌরনদীর কোমলমতি শিক্ষার্থীদের উস্কানি ও রাস্তায় নাশকতার চেষ্টা করেছে। রাজিব হোসেন খানসহ দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।’

Print Friendly, PDF & Email