টি২০ সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ (খেলাটি লাইভ দেখুন)

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৮ | আপডেট: ৭:৫৪:পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের টি২০ অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। এরপর টি২০ সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় টি২০ ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। সিরিজের শেষ ম্যাচটা তাই সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।
বাংলাদেশ এ ম্যাচে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে। আর ওয়েস্ট ইন্ডিজ মাঠে নেমেছে এক পরিবর্তন নিয়ে। দলটি তাদের ওপেনার ইভান লুইসের বদলে দলে ফিরিয়েছে ওয়ালটনকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আরিফুল হক, নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ওয়ালটন, আন্দ্রে ফ্লেচার, মারলস স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, দিনেশ রামদিন, রোভম্যান পাউয়েল, কার্লোস ব্রাফেট, কেমো পল, আর্সলি নার্স, স্যামুয়েল বদ্রি, কেসরিক উইলিয়াম।

Print Friendly, PDF & Email