শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদের রাবি শিক্ষকদের মৌন মিছিল

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৮ | আপডেট: ৮:৫০:অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৮

রাজধানীতে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের রক্তাক্ত হামলার প্রতিবাদে অহিংস মৌন মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ।

রোববার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে মৌন মিছিলটি শুরু হয়ে সিরাজী ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এর আগে ওইদিন দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে।

এসময় মৌন মিছিলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সহযোগী অধ্যাপক ও সভাপতি আ আল মামুন, সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ, ইংরেজী বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদিসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অর্নিদিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা আমরা বর্জনের ঘোষণা

এদিকে পৃথকভাবে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানবন্ধনে চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিলা খাতুনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্বাক আদিত্য, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম খলিল, ইংরেজী বিভাগের শিক্ষার্থী মাশরু মোস্তাফিজ এবং প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়কারী সুমন মোড়ল প্রমুখ।

এ সময় আগামীকালের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা সরকার নামাতে আসি নাই, আমরা নিরাপদ সড়কের দাবিতে এসেছি। আগামীকাল থেকে অর্নিদিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা আমরা বর্জন করলাম।

Print Friendly, PDF & Email