শার্শায় ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও সম্মেলন- ২০১৮

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৮ | আপডেট: ৮:৪৮:অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৮

ধর্ম যার যার দেশ সবার তাই নিজেদের সংখ্যালঘু সম্প্রদায়ের লোক না ভেবে এ দেশের নাগরীক ভেবে সবার সাথে মিলে মিশে একসাথে বসবাসের আহবান জানিয়ে শার্শা ইউনিয়নের পূজা উদযাপন কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্মেলনে -২০১৮ অনুষ্ঠিত হয়।
রোববার বিকাল সাড়ে ৫ টার সময় শার্শা উপজেলার নাভারন হক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা ইউনিয়নের আয়োজনে শার্শা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অশোক কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি যশোর জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত দিলীপ কুমার বিশ^াস ও সাধারন সম্পাদক হরিদাসকে নির্বাচন করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা দেন।

এ সময় বিশেষ অথিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা পূজা উদযাপন কমিটির কোষাধ্যাক্ষ মৃনাল কান্তি দে, জেলা সাংগঠনিক সম্পাদক ও শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী বৈদ্যনাথ দাস, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শ্রী উজ্জল কুমার , প্রচার সম্পাদক দেব নারায়ন ঘোষ , শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শান্তিপদ বিশ^াস, যুগ্ম সাধারন সম্পাদক সুকুমার দেবনাথ, পূজা উদযাপন পরিষদের নেতা শান্তিপদ গাংগুলি, তপন কুমার, জয়দেব কুমার সিংহ, পরিতোষ কুমার সরকার, নীল কমল বিশ^াস প্রমুখ।

Print Friendly, PDF & Email