
ফটোসাংবাদিক অরণ্য জিয়া, ক্যামেরা ছিনতাই
ছাত্রদের চলমান ইস্যুতে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের রোষানলে পড়েছেন একটি ইংরেজী অনলাইন পত্রিকার ফটোসাংবাদিক অরণ্য জিয়া।
এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলের চাবি, অফিস আইডি কার্ড ও হেলমেটসহ ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। পরে মোটরসাইকেলের চাবি, অফিস আইডি কার্ড ও হেলমেট ফিরিয়ে দেয়া হলেও ক্যামেরা ফিরিয়ে দেয়া হয়নি।