হাজীগঞ্জ সপ্রাবি’তে প্রশ্নোত্তর প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

স্টাফ রিপোর্টার:
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ভালো করে জানানোর লক্ষ্যে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৭৫নং হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের ওপর প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়ের ৫ম শ্রেণীর (রোল নং ধারী শিক্ষার্থী)ভাষা আক্তার ও একই শ্রেণীর (১৩নং রোলধারী শিক্ষার্থী) তাবাসুম। এছাড়া প্রতিযোগিতায় ৫ম শ্রেণীর ক্যাপ্টেন তাহমিন তোহা ও (৪ নং রোলধারী শিক্ষার্থী ইসরাফ নিহাল তৃতীয় স্থান অধিকার করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষীর্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।