পিরোজপুরে ঘের ব্যবসায়ীকে নৃশংষভাবে কুপিয়ে হত্যা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮ | আপডেট: ৬:১৪:অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮

পিরোজপুর ব্যুরোঃ

পিরোজপুরের বলেশ্বর ব্রীজের পশ্চিমপাড়ে হোগলাবুনিয়া গ্রামে শুক্রবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে কালু খানের পুত্র জাহাঙ্গীর হোসেন খানকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে নৃশংষভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানাযায়, শত্রুদের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর ভয়ে পালিয়ে দৌড় দিয়ে তার বাড়ির কাছাকাছি আসলে তাকে নৃশংষভাবে কুপিয়ে হত্যা করার পর প্রতিপক্ষরা বীর দর্পে পালিয়ে যায়। এসময় তার বুক ও দুই কাধঁসহ মোট ৬/৭টি দেশীয় ধারালো অস্ত্রের কোপ এবং নারী-ভ ূড়ি বের করা রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিব তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান মুনির সাংবাদিকদের জানান, রাত আনুমানিক সাড়ে দশটা থেকে

Print Friendly, PDF & Email