নিরাপদ সরক চাই নামে ছাত্র আন্দোলন চলার মধ্যেও নরসিংদীতে প্রাণ গেল কলেজছাত্রের
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

নরসিংদীর রায়পুরায় লেগুনার চাপায় আব্দুল্লাহ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নীলকুঠি এলাকায় এ দুঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ রায়পুরা উপজেলার ঝারতলা গ্রামের বাসিন্দা এবং ভৈরব হাজী আসমত আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, একটি যাত্রীবাহী লেগুনা ভৈরব যাচ্ছিল। গাড়িটি নরসিংদী ও ভৈরবের সীমান্ত এলাকা নরায়নপুরের নীলকুটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। লেগুনার চালক রাস্তার পাশে থাকা পাইকারী তরকারি বিক্রেতা ও কলেজছাত্রের উপর গাড়িটি উঠিয়ে দেয়। এ সময় আব্দুল্লাহসহ ছয়জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরব হাসপাতালে প্রেরণ করেন। এ সময় আব্দুল্লাহর অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপর আহত কৃষকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুঘটনার পর পরই উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা যানবাহন ভাঙচুরের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার পর পরই লেগুনার চালককে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকতা।