নিরাপদ সড়ক চাই এর দাবীতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

হাফিজুর রহমান হাফিজুর রহমান

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৮ | আপডেট: ৪:৫৮:অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৮

নিরাপদ সড়কের দাবীতে সারাদেশের সাধারন শিক্ষার্থীদের ৯ দফা দাবীর সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১০ টায় বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

এ সময় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, পরিসংখ্যান বিভাগের মাছুম, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের পারভেজ, গণিত বিভাগের আসিফ রেজা, বিবিএ বিভাগের জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা নিরাপদ সড়ক, দোষী ড্রাইভারদের বিচার দাবি ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার নিন্দা জানান।

Print Friendly, PDF & Email