
বরিশাল: বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে ঝালকাঠি রুটে ফের সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে বুধবার (০১ আগস্ট) বরিশাল থেকে ঝালকাঠিসহ দক্ষিণের ৮টি রুটের সঙ্গে যোগাযোগ বিঘ্ন সৃষ্টি হয়েছে।
তবে আগের মতো ঝালকাঠি জেলা বাস মালিক সমিতি বরিশাল নগরের শেষ প্রান্তে নলছিটি উপজেলার রায়াপুর থেকে ওই রুটগুলোতে বাস সার্ভিস পরিচালনা করছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন জানান, আমরা ন্যায্য দাবিতে গত বছরের ডিসেম্বর থেকে বলে আসছি। বিভাগীয় প্রশাসন বার বার সভা করে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও বরিশালে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি তা মানছে না। সর্বশেষ গত ২৪ জুন বিভাগীয় প্রশাসন একটি সিদ্ধান্ত দেয়, যা তাৎক্ষণিক কার্যকর করার কথা থাকলেও বরিশাল মালিক সমিতি এখন পর্যন্ত তা করেনি। গত ১৫ দিন আগে আমরা একটি আল্টিমেটাম দিয়েছিলাম, সেই অনুযায়ী সিটি নির্বাচনের পরে বুধবার সকাল থেকে আমরা চতুর্থবারের মতো রুপাতলী থেকে বাস সরিয়ে নিয়েছি।
তিনি জানান, এতে করে বরিশালের কোন বাস ঝালকাঠি জেলায় প্রবেশ করতে পারছে না। আর ঝালকাঠির কোন বাস বরিশালে যেতে দেওয়া হচ্ছে না। তবে যাতে যাত্রীদের ভোগান্তি না হয় সেজন্য বরিশাল নগরের সীমান শেষে ঝালকাঠি জেলা সড়ক বিভাগের শুরুতে রায়াপুর থেকে ঝালকাঠি সদর, পিরোজপুর, বাগেরহাটসহ ৮ রুটে বাস চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
বরিশাল মালিক সমিতি যদি বিকেলও আমাদের দাবি কার্যকর করে তবে সঙ্গে সঙ্গে ফের বরিশাল নগরের রুপাতলী থেকে বাস চলাচল শুরু হয়ে যাবে।
এ বিষয়ে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, আগাম কোন ধরনের ঘোষণা ছাড়াই সকালে ঝালকাঠি বাস মালিক সমিতি বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বৃষ্টির মধ্যে যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছেন।