বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের আয়োজনে পিরোজপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠান শুরু

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৮ | আপডেট: ৬:৪২:অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৮

পিরোজপুর ব্যুরোঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পিরোজপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের আয়োজনে গতকাল বুধবার শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত ‘ইতিহাস কথা বলে- সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু”- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সভাপতি মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা পদক বীর প্রতীক লে: কর্নেল অব: কাজী সাজ্জাদ আলী জহির। জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকীর সভাপতিত্বে এসময় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানসহ আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট চন্ডিচরন পাল ও আব্দুস সালাম সিকদার বক্তব্য রাখেন। \

আলোচনা সভায় বঙ্গবন্ধুর শৈশব থেকে স্বাধীনতা যুদ্ধ, পাকিস্তানে কারাবন্দী, ছয় দফা এবং তাঁর রাজনৈতিক জীবনের বর্ণিল দিনগুলি ও মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শেখ হাফিজুর রহমান। অনুষ্ঠানে আওয়ামীলীগের নেতা কর্মী, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email