বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের আয়োজনে পিরোজপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠান শুরু
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

পিরোজপুর ব্যুরোঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পিরোজপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের আয়োজনে গতকাল বুধবার শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত ‘ইতিহাস কথা বলে- সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু”- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সভাপতি মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা পদক বীর প্রতীক লে: কর্নেল অব: কাজী সাজ্জাদ আলী জহির। জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকীর সভাপতিত্বে এসময় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানসহ আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট চন্ডিচরন পাল ও আব্দুস সালাম সিকদার বক্তব্য রাখেন। \
আলোচনা সভায় বঙ্গবন্ধুর শৈশব থেকে স্বাধীনতা যুদ্ধ, পাকিস্তানে কারাবন্দী, ছয় দফা এবং তাঁর রাজনৈতিক জীবনের বর্ণিল দিনগুলি ও মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শেখ হাফিজুর রহমান। অনুষ্ঠানে আওয়ামীলীগের নেতা কর্মী, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।