৩৬তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ পড়লেন ১২১ প্রার্থী

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮ | আপডেট: ১০:১৯:অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮

৩৬তম বিসিএস পরীক্ষার নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। মঙ্গলবার (৩১ জুলাই) বিকেলে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চূড়ান্ত প্রজ্ঞাপন থেকে ১২১ জন প্রার্থী বাদ পড়েছেন।

সূত্র জানায়, ২০১৭ সালের ১৭ অক্টোবর ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। কিন্তু আজ প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে ২ হাজার ২০২ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। ফলে এতে ১২১জন প্রার্থী চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।এতে ২ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা হয়। মৌখিক পরীক্ষা শেষ হয় ২০১৭ সালের জুনে।

এদিকে বাদ পড়া প্রার্থীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তারা।

Print Friendly, PDF & Email