৩৬তম বিসিএস পরীক্ষার নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। মঙ্গলবার (৩১ জুলাই) বিকেলে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চূড়ান্ত প্রজ্ঞাপন থেকে ১২১ জন প্রার্থী বাদ পড়েছেন।
সূত্র জানায়, ২০১৭ সালের ১৭ অক্টোবর ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। কিন্তু আজ প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে ২ হাজার ২০২ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। ফলে এতে ১২১জন প্রার্থী চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।এতে ২ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা হয়। মৌখিক পরীক্ষা শেষ হয় ২০১৭ সালের জুনে।
এদিকে বাদ পড়া প্রার্থীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তারা।