বাবুগঞ্জের কেদারপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে আহত

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮ | আপডেট: ১০:১২:অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮

বাবুগঞ্জের কেদারপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে আহত। গতকাল দুপুর ২টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্য ভূতেরদিয়া গ্রামের বৃদ্ধ আবদুল হাওলাদার(৬৫)কে একই গ্রামের মোঃ হারুন হাওলাদার ও তার ভাড়াটিয়া বাহিনী জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধর করেন। এঘটনায় বৃদ্ধ আবদুল হাওলাদার বাদি হয়ে বাবুগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানাগেছে আবদুল হাওলাদার তার জমিতে ধান রোপন করতে গেলে একই গ্রামের হারুন হাওলাদার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বৃদ্ধ আবদুল হাওলাদারের উপর হামলা চালায়। এতে আবদুল হাওলাদার গুরুতর আহত হয়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে আহতের পরিবার। ঘটনার সত্যতা স্বীকার করে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, মারামারির বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email