
‘ফিফটি ফিফটি লাভ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করছেন শাহরিয়াজ। তাঁর বিপরীতে অভিনয় করেছেন দুই নায়িকা অরিন ও অঞ্জলী সাথী। ছবিতে আরো অভিনয় করেছেন নায়ক আশিক চৌধুরী। ছবিটি পরিচালনা করেছেন মুকুল নেত্রবাদী। আগামী ১০ আগস্ট সারা দেশে ছবিটি মুক্তি পাচ্ছে।
পরিচালক মুকুল এই জিএম নিউজ অনলাইনকে বলেন, ‘আমরা ছবিটি ১০ আগস্ট মুক্তির জন্য প্রস্তুত করছি। এরই মধ্যে প্রযোজক সমিতিতে নিবন্ধন করিয়েছি। সিনেমা হলে গুলোতে আমরা ছবির ট্রেইলার পাঠিয়েছি। সারাদেশে যেসব সিনেমা হলে ছবিটি মুক্তি বিষয়ে কথা হচ্ছে সেখানে পোস্টার লাগানো হচ্ছে।’
ছবিটি নিয়ে কতটা আশাবাদী জানতে চাইলে পরিচালক মুকুল নেত্রবাদী বলেন, ‘আমি ছবিটি নিয়ে অনেক আশাবাদী, এই ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন নায়ক শাহরিয়াজ। দর্শক এরই মধ্যে তাঁর অভিনীত অনেক ছবিই দেখেছেন। আমি মনে করি, অনেক শক্তিশালী একজন অভিনেতা শাহরিয়াজ। পাশাপাশি অরিন, অঞ্জলী সাথী ও আশিক সবাই অনেক ভালো করেছে। আমার বিশ্বাস ছবির গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয় দর্শক পছন্দ করবেন।’
শাহরিয়াজ বলেন, ‘আসলে এখন চলচ্চিত্রে একটা অস্থির সময় যাচ্ছে। এই সময় দর্শকরা যদি বাংলাদেশের সিনেমার পাশে দাঁড়ায় তা হলে আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে। এই ছবিতে সুন্দর একটা গল্প রয়েছে। আমি আমার মতো চেষ্টা করেছি, আশা করি সবাই সুন্দরভাবে ছবিটি গ্রহণ করবেন। দর্শক এর আগে আমার ছবি দেখেছেন, সেখান থেকে উৎসাহ নিয়ে কাজ করে যাচ্ছি। আরেকটা বিষয় আমি বলতে চাই । আপনারা হলে এসে ছবিটি দেখবেন এবং গঠনমূলক আলোচনা করবেন, যেন আপনাদের এই আলোচনা থেকে আমরা নতুন কিছু ধারণ করতে পারি।’
ছবিটি প্রযোজনা করেছে মধুমিতা চলচ্চিত্র। শাহরিয়াজ একই প্রতিষ্ঠানরে ‘সরি’ শিরোনামে আরেকটি ছবিতে অভিনয় করছেন। মনতাজুর রহমান আকবর পরিচালত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা।