নওগাঁ জেলায় একযোগে জেলা পুলিশের ৩ হাজার গাছের চারা রোপন
বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎস্বর্গ করে
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

নওগাঁ প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎস্বর্গ করে নওগাঁ জেলার ৯৯টি ইউনিয়নে একযোগে পুলিশের উদ্যোগে কমপক্ষে ৩ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। সারাদেশে বৃক্ষমেলা চলাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী নওগাঁ জেলা পুলিশের এই উদ্যোগ বলে জানালেন পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন।
মঙ্গলবার সকাল ৯টায় নওগাঁ সদর মডেল থানা চত্বরে একটি নারকেল গাছের চারা রোপন করে জেলাব্যপী একযোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার মোছাঃ সুরাইয়া খাতুন, সদর মডেল থানার অফির্স্সা ইনচার্জ আব্দুল হাই, অফিসার্স ইনচার্জ তদন্ত আনোয়ার হোসেন, ডিআইও ওয়ান মোসলেম উদ্দিন, অফিসার্স ইনচার্জ অপারেশন ফায়সাল, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার গোলাম সামদানী এবং নৃত্যে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন সিনজিদ ইসলাম খান সূচী উপস্থিত ছিরেন।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন অংগনে জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এমন ব্যক্তিদের সাথে নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্ব স্ব উপজেলার ইউনিয়ন পর্যায়ে গাছের চারা রোপন করেন।