জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট পালন উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮ | আপডেট: ৩:৫৫:অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮

পিরোজপুর ব্যুরোঃ
জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট পালন উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের হল রুমে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পূষ্পমাল্য অর্পন ও দোয়া মোনাজাত। এছাড়া, রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র প্রদর্শন, জাতীয় পতাকা অর্ধনমিত, শোক র‌্যালী, কুইজ প্রতিযোগীতা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া-মোনাজাত ও প্রার্থনা অন্তভর্ ূক্ত রয়েছে। প্রস্তুতি সভায় প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং সাংবাদিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email