পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- ইলিয়াস কাঞ্চন

এ আল মামুন এ আল মামুন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৮ | আপডেট: ১০:১৯:পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৮

সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েলের মর্মান্তিক মৃত্যু ও গতকাল ২৯ জুলাই বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২ শিক্ষার্থীর মর্মান্তিক অকাল মৃত্যুতে এবং দায়িত্বশীলদের দায়িত্বহীন বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধনের ডাক দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

আজ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩ অাগষ্ট শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

নিরাপদ সড়ক চাই’র আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে দেশকে সড়কের মড়ক থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত্ব আহবান জানিয়েছেন নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন বলেন, সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েলের করুণ মৃত্যু ও গতকাল ২৯ জুলাই বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা সারাদেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। দেশের বিবেক আশা করছে এই পরিস্থিতিতে নিসচা মাঠে নেমে আসুক। ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা দেশের সড়ককে নিরাপদ করার লক্ষে দীর্ঘ ২৫ বছর ধরে মাঠেই নেমে আছি এবং মাঠে থাকব যতদিন না নিরাপদ সড়ক বাস্তবায়ন হয়। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অফিসিয়ালি ভাবে আপনারা অনেকে ইতিমধ্যে নিসচার প্রতি একাত্ম হয়ে আহবান জানিয়েছেন আমরা যেন সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে কিছু একটা করি। আপনাদের সকলের প্রতি সম্মান জানিয়ে নিসচা আগামী ৩ আগষ্ট মানববন্ধন করবে। আমারা আশা রাখি দলমত নির্বিশেষে আপনারা সকলে আমাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহন করবেন। আমরা দেখতে চাই শুধু আপনারা আহবানে নয়, দাবি আদায়ে নিসচা আয়োজিত সকল কর্মসূচীতে অংশগ্রহণ করে দায়িত্বশূলতার পরিচয় দিবেন। নিসচা বিশ্বাস করে এদেশের মানুষ সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার এবং প্রতিবাদী কণ্ঠ, যা অবশ্য নিয়মতান্ত্রিক পথেই এগুবে। নিসচা মানববন্ধনের জন্য এমন একটি দিন বেছে নিয়েছে যে দিন সবার ছুটি আছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবেন। নিসচা এদেশের মানুষের জন্য কাজ করছে তেমনি এদেশের মানুষও নিসচার পাশে থাকবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা আমাদের দেশের মেরুদন্ড। আজ সড়ক দুর্ঘটনায় দেশের মেরুদন্ড ভেঙে যাচ্ছে যা সত্যিই দুঃখজনক। আমরা চাই আগামী শুক্রবার রাজধানীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও সকল স্তরের জনগণ আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সকলের প্রতি নিসচার উদাত্ত্ব আহবান থাকলো সকলে মিলে সচেতন হই যেন আর কোন তাজা প্রাণ সড়কের অপঘাতে নিভে না যায়। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই স্লোগানে নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
সূত্রঃ নিরাপদ নিউজ

Print Friendly, PDF & Email