বাবুগঞ্জে ছাত্রদল নেতা আজিজুল গ্রেফতার

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮ | আপডেট: ৮:০৯:অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাবুগঞ্জ উপজেলা শাখার নেতা মোঃ আজিজুল হক কে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। থানা সূত্র জানায়, গত ২৮ জুলাই শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া নিজ গৃহ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই তাজেল জনান, দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায় মারপিটের ঘটনায় ৪ জুন ২০১৮ তারিখে সুজন তামিদারের দায়ের কৃত মামলায় অজ্ঞ্যাত আসামী হিসাবে আজিজুলকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলা নং-৩। তারিখ০৪/০৬/১৮খ্রিঃ। গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে আজিজুলের পরিবার বলছেন,আজিজুল কোন ধরনের মারপিটের সাথে জরিত নয়।সে ছাত্রদলের রাজনীতি করে বিধায় তাকে গ্রেফতার করা হয়েছে।এদিকে বিএনপি ও অংগসংগঠনের পক্ষ থেকে এটাকে সিটি নির্বাচন উপলক্ষে সারা দেশে গন গ্রেফতারের অংশ বিশেষ বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

Print Friendly, PDF & Email