প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮ | আপডেট: ৫:২৩:অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল হাসপাতালের চিকিৎসকের চিকিৎসার অবহেলার কারনে আঃ মন্নান আকন (৭০) মারা গেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকাল ৮ ঘটিকার সময় বাউফল হাসপাতালের ডক্টরস কোয়াটারে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট ডাক্তারের চেম্বারে হামলার চেষ্টা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংশ্লিস্ট সূত্রে জানাযায়,উপজেলার দাসপাড়া গ্রামের আঃ মন্নান আকন (৭০) রবিবার সকালে দাসপাড়া বাসস্টান্ড চায়ের দোকানে চা খেতে যান। হঠাত করে শারিরিক অসুস্থতা লাগলে একটি রিস্কায় চরে বাউফল হাসপাতালের ডাক্তার আখতারুজ্জামানের কাছে আসে। প্রচন্ড রোগীর ভিরে ডাক্তারের চেম্বারে ঢুকতে না পেরে বাড়ান্দায় বসে ডাকচিৎকার করতে থাকলে ডাক্তার তাকে অপেক্ষা করতে বলে। অপেক্ষার সময় যেতে না যেতেই দাড়ানোর অবস্থা থেকে নিচে পড়ে গিয়ে মাথা ফেটে যায়।
স্বজনরা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন। নিহতের স্বজনরা ডাক্তারের চিকিৎসার অবহেলায় রোগী মারা গেছে এমন অভিযোগ এনে হামলার চেষ্টা করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে অভিযুক্ত ডাঃ আখতারুজ্জামান বলেন, রোগী আমার চেম্বারে এসে সকাল ৭.৩০ মিনিটের সময় সিরিয়াল নেয়। আমি তখন ঘুমাই। ঘুম থেকে সকাল ৮ টার সময় উঠে দেখি রোগী আমার চেম্বারের বাড়ান্দায় পড়ে আছে। তখন ইমারজেন্সিতে পাঠাই। এ রোগীর কোন চিকিৎসা আমি দেইনি। এ ব্যাপারে বাউফল হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত (ভারপ্রাপ্ত) ডাঃ আঃ রউফ বলেন, শুনেছি ডাঃ আখতারুজ্জামানের চেম্বারের সামনে ওই রোগী পরেছিল। তখন আমি ইমারজেন্সি রুমেই ডিইটিতে ছিলাম। ইমারজেন্সিতে আনার আগেই মারা গেছে