একই মঞ্চে নৃত্য পরিচালক মাইকেল বাবু ও চিত্রনায়িকা বিন্দিয়া।

এ আল মামুন এ আল মামুন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮ | আপডেট: ১২:৩৯:অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮

আজ ২৯ জুলাই বিকাল ৪টা শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) নব নির্বাচিত কমিটি অভিষেক মনোরঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে দর্শকদের সুরের মূর্ছনায় মাতাবে নৃত্য পরিচালক মাইকেল বাবু ও চিত্রনায়িকা বিন্দিয়া। নৃত্য পরিচালক মাইকেল বাবু ও রতন এর কোরিওগ্রাফিতে আরও পারফর্ম করবে নওমি, অনয়, কাজী শিলা, রানা ও অহনা।

চিত্রনায়িকা বিন্দিয়া জানান, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) নব নির্বাচিত কমিটি অভিষেক অনুষ্ঠানে মঞ্চে আমি এবং নৃত্য পরিচালক মাইকেল বাবু এক সাথে মিক্স গানে পারফর্ম করবো।তিনি আরও বলেন মাইকেল একজন নৃত্য পরিচালক আর তার সাথে এক সাথে মঞ্চে পারফর্ম করবো ভাবতেই আনন্দ হচ্ছে।

অনুষ্ঠানে লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

Print Friendly, PDF & Email