ষ্টির মধ্যে স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন, বখাটের কারাদণ্ড

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৮ | আপডেট: ৬:৫৫:অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৮

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১০) যৌন নিপীড়নের দায়ে শফি খান (৪৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শফি খান চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের মৃত হানিফ খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরভদ্রাসন উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী শনিবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই ছাত্রী পৌঁছালে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে একা পেয়ে শফি খান তাকে একটি বিল্ডিংয়ের আড়ালে নিয়ে যৌন নিপীড়ন করেন। এ সময় শিশুটি চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে শফি খানকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে শিশুটির পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শফি খানকে ছয় মাসের কারাদণ্ড দেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার জানান, ওই শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে শফি খানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email