ভোলায় স্কুলের চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে ২ শিশু আহত

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৮ | আপডেট: ৪:১২:অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৮

ইমতিয়াজুর রহমান !!

ভোলা প্রতিনিধি  : ভোলা পৌর শহরের সূর্যমুখী কিন্ডার গার্টেন স্কুলে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে কেজি শ্রেণির ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন স্থানীয় অসীম আচার্যের মেয়ে বসুধা আচার্য (৭) এবং সোহানা (৭)। তাৎক্ষণিভাবে সোহানার পিতার নাম পাওয়া যায়নি।

শনিবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটেছে। পরে আহতদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযোগ রয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গত কয়েক মাস আগেও একই ঘটনা ঘটে শিক্ষার্থী আহত হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানের কতৃপক্ষের কোন ভূমিকা নেই বলে অভিযোগ অভিভাবকদের।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা ইমরুজ সিদ্দিকী বলেন, গত এক মাস আগে স্কুলে সব ফ্যান সংস্কার করা হয়েছে।

ভোলা মডেল থানার ওসি মোঃ ছগির মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি তবে কেউ এখনো কোনো অভিযোগ করেনি।

Print Friendly, PDF & Email