মেধা বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই: ঝালকাঠিতে শিল্পমন্ত্রী

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮ | আপডেট: ৮:১৯:অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

রহিম রেজা, ঝালকাঠি থেকে:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মেধা বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। ছোটবেলা থেকেই মেধা বিকাশে এ প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন শিশুদের এগিয়ে নিয়ে যাবে। আর তাই বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে শিশুদের মেধা বিকাশে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

 

ক্রিকেট খেলায় আজ আমরা যেমন জনপ্রিয়তা লাভ করেছি একসময় ঠিক এভাবেই ফুটবলেরও জনপ্রিয়তা ছিল। ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সদর উপজেলা পর্যায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার বিকেলে শিল্পমন্ত্রী এ কথা বলেন। ফাইনাল খেলায় বঙ্গমাতা ফুটবলে মিলন মন্দির ৩-২ গেলোর ব্যবধানে কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে রূপসীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলের ব্যবধানে ভাওতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতাহার মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক খান সাইফুল্লা পনির ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: সিদ্দিকুর রহমান ও সালেহ উদ্দিন সালেক বিশেষ অতিথি ছিলেন। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সালেহা খাতুন স্বাগত বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email