বেনাপোল পৌর পূজাউদযাপন পরিষদের ১ম সন্মেলন

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮ | আপডেট: ৭:৫৭:অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮
শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ পূজাউদযাপন পরিষদ বেনাপোল পৌরশাখার প্রথমবারের মত সন্মেলন অনুষ্টিত হবে নামাচার্য হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রম প্রাঙ্গনে, এসন্মেলনে প্রধান অতিথি শ্রী অসিমকুন্ডু, সভাপতি যশোর জেলা পূজাউদযাপন পরিষদ, বিশেষ অতিথি শ্রী যোগেশদত্ত সাধারন সম্পাদক,যশোর জেলা পূজাউদযাপন পরিষদ শ্রী তপনঘোষ যুগ্মসম্পাদক, যশোর জেলা পূজাউদযাপন পরিষদ,বৈদ্যনাথ দাস সাংগঠনিক সম্পাদক যশোর জেলা শাখা, সন্মেলনে সভাপতিত্ব করবেন শ্রী শান্তিপদ গাঙ্গুলী, আহবায়ক সন্মেলন প্রস্তুতি কমিটি, এব্যাপারে কমিটির যুগ্মআহবায়ক রবিন পালের সাথে আলাপকালে তিনি প্রতিদিনেরকথা কে বলেন সিমান্ত শহরে প্রথম বারেরমত সন্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে সনাতনধর্মাবলম্বী সকলের মধ্যে ব্যাপক সাড়া জেগেছে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে পৌর এলাকার হিন্দুসম্প্রদায়ের মানুষের মাঝে সকল প্রস্তুতি সম্পন্ন আশা করছি সফল একটি সন্মেলন উপহার দিতে পারব জেলা কমিটির নেতৃবৃন্দ দের কে আপনাদের মাধ্যমে আবার ও  অসাম্প্রদায়িক চেতনার সকল মানুষকে আমন্ত্রন জানাই সন্মেলনে।।

Print Friendly, PDF & Email