গাজীপুরে স্কুল ছাত্র সোহাগ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মোঃ রবিউল করিম মোঃ রবিউল করিম
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকার দশম শ্রেণীর স্কুল ছাত্র সোহাগ হোসেন (১৮) কে পরিকল্পিত ভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত স্কুল ছাত্রের পরিবার, এলাকাবাসী ও বেগম সুফিয়া মডেল স্কুলের শিক্ষার্থীরা।
বুুধবার দুপুর ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার খাড়াজোড়া এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, গাজীপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খন্দকার মফিজুল ইসলাম লিটন, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সবুজসহ নিহতের পরিবারের সদস্য, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, এলাকাবাসি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মানবন্ধনে এসময় বক্তারা অবিলম্বে স্কুল ছাত্র সোহাগ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, নিখোঁজের তিন দিন পর গত রোববার রাতে টঙ্গী থানা পুলিশ ইজতেমা ময়দানের পাশে তুরাগ নদীর ব্রীজের কাছ থেকে সোহাগের লাশ উদ্ধার করে।