ত্রাণ মন্ত্রণালয় নিয়োগ পেলেন ৭২ কর্মকর্তা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৮ | আপডেট: ৯:০৪:অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৮

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের ৭২ জন ফিল্ড সুপারভাইজারকে দ্বিতীয় শ্রেণি সমমানের পদে আত্মীকরণের নির্দেশ দিয়েছেন আদালত।

 

আদালতের এই আদেশের পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ৭২ জন ফিল্ড সুপারভাইজারকে আত্মীকরণের প্রজ্ঞাপন জারি করেন।

এ বিষয়ে নিয়োগ পাওয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নূর বলেন, সরকারি আদেশ অনুযায়ী গত ১৯ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৭২ জন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোগদান করেছেন। সারাদেশে প্রায় ১২১টি উপজেলায় শূন্য পদ রয়েছে। আমাদের ৭২ কর্মকর্তাকে উপজেলা পর্যায়ে দ্রুত পদায়ন হলে আমরা মাঠ পর্যায়ে সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি ত্বরান্বিত করতে পারব।

 

উল্লেখ, ২০০৯ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শুরু হওয়া অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ফলে ২০১৪ ও ২০১৫ সালে এই প্রকল্পে নিয়োগ পাওয়া ৭২ জন ফিল্ড সুপারভাইজার কর্মহীন হয়ে পড়েন। এরপর ঐ ৭২ কর্মকর্তা ২০১৫ সালে পৃথক দুইটি রিট দায়ের করেন।

এই রিটের পরিপ্রেক্ষিতে আদালত পাবলিক সার্ভিস কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের কাছে পৃথকভাবে মতামত জানতে চান। বিষয়টি নিয়ে ইতিবাচক মতামত ও সম্মতি পাওয়ার পর রাজস্ব বাজেটের দ্বিতীয় শ্রেণি সমমানের পদে তাদের নিয়োগ ও আত্মীকরণের নির্দেশ দেন হাইকোর্ট।

Print Friendly, PDF & Email