রাজনৈতিক দল নিবন্ধন পুনঃনিরীক্ষার দাবিতে রংপুরে গণসংহতি আন্দোলনের সংহতি সমাবেশ আগামীকাল
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

রাজনৈতিক দল নিবন্ধন পুনঃনিরীক্ষার দাবিতে আগামীকাল প্রেসক্লাব চত্ত্বরে, বিকাল ৪ টায় সংহতি সমাবেশ এর ডাক দিয়েছেন রংপুর জেলা গণসংহতি আন্দোলন।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন রংপুর জেলা গণসংহতি আন্দোলন এর আহবায়ক তৌহিদুর রহমান সঞ্চালনা করবেন সদস্য সচিব জাহেদুর রহমান জুয়েল। এছাড়াও বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক -সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ অন্যান্য উপজেলার নেতা কর্মীবৃন্দ।
বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিকের সংগঠন করার অধিকার স্বীকৃত। আবার ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিকের নির্বাচিত হবার অধিকার রয়েছে।
নির্বাচন কমিশনের কাজ এই অংশগ্রহণ যাতে বিনা বাধায় ও বৈষম্যহীনভাবে হতে পারে তার ব্যবস্থা করা। কিন্তু আমরা দেখছি নির্বাচন কমিশনের নিবন্ধন আইনে শর্তগুলো এমনভাবে ঠিক করা হয়েছে যাতে করে মনে হতে পারে সকল নাগরিকের রাজনীতি করার ও দল গঠন করার সাংবিধানিক অধিকারকে বাস্তবায়ন নয় বরং তাতে নানা বাধা-বিপত্তি তৈরিই এই বিধিমালার উদ্দেশ্য।
সরকার দেশের সকল স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর কর্তৃত্ব আরোপের মাধ্যমে কার্যত একচেটিয়া শাসনতন্ত্র কায়েম করছে। নির্বাচন কমিশনের বিধিমালা এবং আচরণ বহুদলীয় গণতন্ত্রের পরিপন্থী। তারপরও নির্বাচন কমিশনের সকল শর্ত মেনে আবেদন করা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন বাছাই প্রক্রিয়ার নিয়ম না মেনেই অনেক রাজনৈতিক দলকে অযোগ্য ঘোষণা করেছে। জনমত যাচাই না করে সরকার সকল গণতান্ত্রিক দাবিকে দমন করছে। দেশের ভেতর রাজনৈতিক হতাশা তৈরির মাধ্যমে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে। সরকার তাদের ঘরানার বাইরের দলগুলোকে নিবন্ধন দিচ্ছে না। গণসংহতি আন্দোলন বর্তমানে দেশের অন্যতম রাজনৈতিক দল। দেশে নতুন রাজনীতি তৈরির মাধ্যমে পরিবর্তনের সংগ্রাম করে যাচ্ছে।
নিবন্ধন আইনের মাধ্যমে রাজনৈতিক দল গঠন ও নির্বাচনে অংশগ্রহণ মৌলিক সাংবিধানিক অধিকার হরণ করার চেষ্টা চলছে। দেশে নতুন ও সৃজনশীল রাজনীতি বিকাশে নির্বাচন কমিশন বাধা সৃষ্টির ভ’মিকায় অবতীর্ণ হয়েছে। গণসংহতি আন্দোলন দেশের বিভিন্ন জেলায় সক্রিয় একটি রাজনৈতিক দল। কেবল সক্রিয়তার বিবচনাতেই নয়, সাংগঠনিক বিস্তারের বিবেচনাতেও নিবন্ধনের সমস্ত শর্ত পূরণ করেই নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। তাই পুনঃনিরীক্ষার মাধ্যমে নিবন্ধনের আবেদন গ্রহণ করার দাবি জানানোর উদ্দ্যেশ্যে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এই সংহতি সমাবেশ ।