`সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে’

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৮ | আপডেট: ৫:৫৮:অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৮

স্টাফ রিপোর্টার: সাংস্কৃৃতিক বিষয়ক মন্ত্রণলয়ের অতিরিক্ত সচিব মশিউর রহমান বলেছেন, দেশে যে হারে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে তাতে করে আগামীতে দেশের ভবিষ্যত প্রজন্ম ধ্বংসলীলায় অবতীর্ণ হয়ে যাবে। এ থেকে আমাদেরকে  উত্তরণ হতে হবে। মাদকের করাল গ্রাস থেকে ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতেই প্রধাণমন্ত্রীর নির্দেশে সাংস্কৃৃতিক উৎসব। শনিবার সন্ধায় সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্র্তৃক সাার্কিট হাউজ প্রাঙ্গণে আয়োজিত ২দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপণী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব  কথা বলেন। মশিউর রহমান আরো বলেন,ক্রীড়া ও সাস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে।

যত বেশি সাংস্কৃতিক চর্চার আয়োজন হবে তত বেশি যুব সমাজ নিরাপদ থাকবে। সাংস্কৃতিক চর্চাই মাদক নির্মূলের হাতিয়ার। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়ার সভাপতিত্বে
ও নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার সৈয়দা সাহিদা বেগমের সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা তথ্য কর্মকর্তাসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরিশেষে উৎসবে অংশগ্রহণকারী নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ২দিন ব্যাপী এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায়
ছিলেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর অভিনয় শিক্ষক মোঃ মাসুম প্রমুখ।

Print Friendly, PDF & Email