কক্সবাজারের উখিয়ায় এইচএসসি পরীক্ষা ফেল করা এক কলেজছাত্রী উধাও। এমনটাই জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ শনিবার রাত ৯ টা পর্যন্ত ওই ছাত্রী নিখোঁজ রয়েছেন। উখিয়া কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন কামরুন্নেছা নুরুী পাখি (১৮)।
গত বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায়, সে অর্থনীতি ও আইসিটি বিষয়ে ফেল করেছেন।
নিখোঁজ কলেজছাত্রীর স্বজনেরা বলছেন, ফলাফলের খবর শুনে কামরুন্নেছা চরমভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে পরিবারের সদস্যদের তিনি বলেন, ‘এই ফলাফল আমি মেনে নিতে পারব না।’
তার এই কথা প্রতি উত্তরে মা-বাবা ও ভাইয়েরা তাকে সান্ত্বনা দেন। নতুনভাবে পড়াশোনা চালিয়ে যেতে বলেন। আগামী বছর ভালোভাবে প্রস্তুতি নিয়ে বলেন তারা। পরিবারের সদস্যদের কথায় শান্ত না হয়ে কামরুন্নেছা গতকাল কাউকে না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পরে তার খোঁজ পাওয়া যায় নি।