
এন এম দেলোয়ার :
প্রশাসন আবারও সাহসী ভূমিকা পালন করে সকলের সুনজরে রয়েছে স্বরুপকাঠীতে। মাদক মুক্ত স্বরুপকাঠী গড়তে সময়ের সাহসী সহকারী জেলা পুলিশ সুপার কাজী শাহে নেওয়াজ ও থানার ওসি মোঃ তরিকুল ইসলামের বরাবরই মাদক বিরোধী। আর তারই ধারাবাহিকতায় নেছারাবাদে এক এক করে মাদক সেবন কারী ও বিক্রেতাকে গ্রেফতার করতো সক্ষম হচ্ছেন। গাজা ফজলু,ফেনসিডিল ফুয়াদ,গাজা তসলিম,ইয়াবা জহিরুল,দৈহারীর গাজা মামুন,কামারকাঠীর শিল্পীরাও রেহাই পায়নি।তবে বড় চমক কৌরিখারার ইয়াবা কাওসারও গ্রেফতার হয় প্রশাসনের হাতে।
সর্বশেষ গত শনিবার রাএে পৌরসভার স্বর্গীয় মহাদেবের ছেলে তনু আচার্য্য (২৫) ৮ পিছ ইয়ারা ও ৫০ গ্রাম গাজা সহ প্রশাসনের হাতে গ্রেফতার হন। পাশাপাশি কামারকাঠীর এএন জজিও কর্মী মানবাধিকার কর্মী মোঃ মামুন (৩৮) ৩ (তিন) পিছ ইয়াবা ও ১০ গ্রাম গাজা সহ গ্রেফতার হন। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন জাতীয় অন লাইন সবুজ বিপ্লব সহ জাতীয় গণ মাধ্যম কর্মীদের জানান,মাদক আইনে মামলা হচ্ছে। এ ব্যাপারে ওসি তরিকুল ইসলাম মিডিয়াকে বলেন,মাদকের বিরুদ্বে যেহাদ ঘোষনা আমাদের সকলের। স্বরুপকাঠীর এলাকাকে মাদক মুক্ত পরিবেশ হিশাবে গড়ে তুলবো।