রাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৮ | আপডেট: ৬:২৭:অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরবর্তিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ শেষে রাকসু ভবনের সামনে র‌্যালিটি শেষ হয়।
এর আগে র‌্যালিটি উদ্বোধন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম গোস্বামী, কার্যনির্বাহী সদস্য ও বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের অধ্যাপক জুয়েলী বিশ্বাস প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আ স ম শিবলী শিহাব, দপ্তর সম্পাদক আজম খান, সাবেক সাধারণ সম্পাদক হাসান ঈমাম সুইট, সাবেক রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানাসহ সংগঠনটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৯ জুলাই সাংস্কৃতিক জোট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।#

Print Friendly, PDF & Email