রামগঞ্জে নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৮ | আপডেট: ৬:০৭:অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন খোন্দকার মোঃ রিজাউল করীম। তিনি চলতি মাসের ১৫ জুলাই নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে বদলি হয়ে রামগঞ্জ উপজেলাতে যোগদান করেন। এর পূর্বে তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলাতে প্রায় ১বছর ৬ মাস দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু ইউছুফ সম্প্রতি এডিসি হিসাবে পদন্নোতি পয়ে খাগড়াছড়িতে যোগদান করবেন বলে উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে। তিনি আগামী রবিবার রামগঞ্জ উপজেলা ত্যাগ করে তার কর্মস্থলে যোগদান করবেন বলেও জানা যায়।

 

উপজেলা নির্বাহী অফিস সূত্রে আরো জানা যায়, হাতিয়া উপজেলা থেকে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ রিজাউল করীম এর গ্রামের বাড়ী গোপালগঞ্জ। তিনি যোগদানের পর উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীদের জানান, তিনি তার দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালনে সর্বদা চেষ্টা করবেন। এসময় তিনি সবার সহযোগীতাও কামনা করেন।

Print Friendly, PDF & Email