বাউফলে মৎস্য বিভাগের সংবাদ সম্মেলন

মুজিবুর রহমান মুজিবুর রহমান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮ | আপডেট: ৫:৩১:অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮
‘স্বয়ং সম্পূর্ন মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ৭ দিন ব্যাপি মৎস্য সপ্তাহ কর্মসূচি ২০১৮ সফল ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা মৎস্য বিভাগ। বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য বিভাগ মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন জানান, ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত কার্যক্রম চলবে।
প্রথম দিন ১৫ টি ইউনিয়নের নদি তীরবর্তী এলাকায় জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং এর মাধ্যমে প্রচারণা, ২য় দিন সড়ক র‌্যালী, উদ্ভোধনী অনুষ্ঠান, মাছের পোনা অবমুক্ত করন ও আলোচনা সভা, ৩য় দিন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন, ৪র্থ দিন ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, ৫ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামান্য চিত্র প্রদর্শন, ৬ষ্ঠ দিনে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন ও ৭ম দিন অর্থাৎ শেষের দিনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে কার্যক্রম শেষ হবে। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাউফলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
Print Friendly, PDF & Email