গাইবান্ধায় জামায়াত নেতা গ্রেফতার!

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৮ | আপডেট: ৯:২৬:পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

গাইবান্ধা সদর উপজেলা থেকে কয়েকটি নাশকতা মামলার আসামী ও ইউনিয়ন জামায়াতের নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে আবুল কালাম আজাদকে ল²ীপুর ইউনিয়নের ল²ীপুর বাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়।

আবুল কালাম আজাদের বাড়ী ল²ীপুর ইউনিয়নের গোবিন্দপুর সুপারির ভিটা গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

ল²ীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল বলেন, আবুল কালাম আজাদ ইউনিয়ন জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তিনি কয়েকটি নাশকতা মামলার আসামী। ল²ীপুর বাজারে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, আবুল কালাম আজাদের নামে কয়েকটি নাশকতা মামলা রয়েছে। তাকে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email